মেসি-রোনালদোকে নিয়ে যা বললেন মরিনহো

মেসি-রোনালদোলিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো- সময়ের সেরা দুই খেলোয়াড়ের শ্রেষ্ঠত্বের প্রশ্নে তুলনা চলে খুব। কেউ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে, কেউ বেছে নেন পর্তুগিজ উইঙ্গারকে। জোসে মরিনহো কাকে বেছে নেবেন? তুলনার প্রসঙ্গ এড়িয়েই গেছেন পর্তুগিজ কোচ।

মরিনহো এখন বিশ্লেষকের ভূমিকায়। টিভি চ্যানেলে ফুটবল নিয়ে আলোচনায় ‘বেকার’ জীবন কাটাচ্ছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়েছেন ওল্ড ট্র্যাফোর্ডে আড়াই বছর কাটিয়ে। ম্যানইউয়ে তেমন সাফল্য না পেলেও মরিনহোর অর্জন ফুটবল ইতিহাসে লেখা আছে স্বর্ণাক্ষরে।

বর্ণিল কোচিং ক্যারিয়ারে তিনি রোনালদোকে পেয়েছেন যেমন শিষ্য হিসেবে, তেমনি কঠিন পরীক্ষা দিতে হয়েছে মেসির বিরুদ্ধে। সময়ের দুই সেরা তারকার কাকে এগিয়ে রাখবেন তিনি- এক টিভি অনুষ্ঠানে মরিনহোর কাছে জানতে চাওয়া হয়েছিল। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ তাদের তুলনায় দাঁড় করাতেই রাজি নন। বলেছেন, ‘যখন কেউ বলে তাদের একজনের চেয়ে অন্যজন ভালো, তখন আসলে অন্যায় করা হয়। আমার মতে, ওরা দুজন একেবারে আলাদা খেলোয়াড়।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমার মতে মেসি ও রোনালদোকে তুলনায় দাঁড় করানোটাই ঠিক নয়। আমি শুধু এতটুকুই বলতে পারি, রোনালদো যখন আমার দলে খেলেছে, তখন আমি খুব খুব খুশি মানুষ ছিলাম। আর মেসির বিপক্ষে যখন খেলতাম, রোনালদোর বিপক্ষেও খেলেছি, যদিও ম্যাচের সংখ্যা খুব বেশি নয়- অনেক চেষ্টা করেছি দলকে সাফল্য এনে দিতে।’

রিয়াল মাদ্রিদে থাকার সময় রোনালদোকে শিষ্য হিসেবে পেয়েছিলেন মরিনহো। আর সে সময়ই এল ক্লাসিকোতে তাকে সবচেয়ে বেশি সামলাতে হয়েছে মেসিকে। ফক্সস্পোর্টস