শেখ জামালকে হারিয়ে দারুণ শুরু বসুন্ধরার

বসুন্ধরার কিংসের জয়সূচক গোলের পর ভিনিসিয়াসের উল্লাসপ্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী দিনেই ‘বিগ ম্যাচ’। গতবারের রানার্স-আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি বসুন্ধরা কিংস, যেখানে জয় হলো নবাগত দলের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের লক্ষ্যভেদে বসুন্ধরা পেলো ১-০ গোলের জয়।  

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নবম মিনিটে প্রথম সুযোগ পায় বসুন্ধরা। কিন্তু ডিফেন্ডার নাসিরউদ্দীন চৌধুরীর ভলি চলে যায় পোস্টের বাইরে। চার মিনিট পর কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে ঢাকার ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরাকে হতাশ করে আবার।

২৫ মিনিটে শেখ জামালও গোলের দেখা পায়নি। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের পাস থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ইমানুয়েলের শট পোস্টে থাকেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক খেলে ৬৭ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। কোলিনদ্রেসের কাট ব্যাক থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়াস।

পরের মিনিটে আরেকটি গোল পেতো বসুন্ধরা। কিন্তু ভিনিসিয়াসের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে পড়া কোলিনদ্রেস ঠিকমতো শট নিতে পারেননি। ইনজুরি সময়ে আবার রাশিয়া বিশ্বকাপে খেলা কোলিনদ্রেসের ব্যর্থতা। তার শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি শেখ জামালের গোলকিপার সামিউল হাসান মাসুম।

এক গোলে জিতলেও বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সন্তুষ্ট। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে বড় দলের বিপক্ষে জয় পেয়েছি। তাই খুব ভালো লাগছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’