আইস হকির বিশেষ অতিথি মরিনহোর ‘পতন’ (ভিডিও)

লাল গালিচা গুটিয়ে পড়ে গেলেন মরিনহোগত ডিসেম্বরে লিভারপুলের কাছে হারের পর ম্যানইউ থেকে বরখাস্ত হন হোসে মরিনহো। তারপর থেকে কর্মহীন দিন কাটাচ্ছেন, মাঝেমধ্যে এদিক সেদিকে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। গত সোমবার বিশেষ অতিথি হয়ে রাশিয়া গেলেন কন্টিনেন্টাল আইস হকি লিগ ক্লাব অ্যাভানগার্দ ওমস্কের আমন্ত্রণে। সেখানেও অস্বস্তিকর এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন সাবেক পর্তুগিজ কোচ।

অ্যাভানগার্দ তাদের ক্লাবের প্রচারণার জন্য মরিনহোকে নিমন্ত্রণ করেছিল। এসকেএ সেইন্ট পিটার্সবার্গের বিপক্ষে ক্লাবটির ম্যাচ উদ্বোধন করেন তিনি। কিন্তু পরিকল্পনা মতো সব এগোয়নি।

এই ইভেন্টে মরিনহোর জন্য সেন্টার কোর্টের ভেতরে বরফের উপর লাল গালিচা বিছানো হয়েছিল। ম্যাচ উদ্বোধন করতে দুই অধিনায়কের সামনে আইস হকির বল পাক ড্রপ করেন চেলসির সাবেক কোচ। বল ঠিকমতোই তাদের সামনে ফেলেন মরিনহো। কিন্তু ফেরার সময় বাধে বিপত্তি। এসকেএ অধিনায়ক পাভেল দাৎসিউক হাত মেলাতে চাইলে মরিনহো হাত বাড়াতেই গালিচা গুটিয়ে পড়ে যান তিনি।

পা হড়কে পড়ে যাওয়া মরিনহোকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে সহায়তা করেন দাৎসিউক। তারপর জড়িয়ে ধরেন তাকে। অবশ্য পরে সাবধানে বরফের ওই ‘কঠিন পথ’ পাড়ি দিতে পেরেছেন ৫৬ বছর বয়সী সাবেক কোচ।