রিয়ালের হারে ‘খলনায়ক’ রামোস

শেষ মুহূর্তে লাল কার্ড দেখলেন রামোসচ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আয়াক্সের বিপক্ষে ‘ইচ্ছে করে’ হলুদ কার্ড দেখে বিতর্কের মুখে পড়েছেন সের্হিও রামোস। এই ঘটনার রেশ কাটতে না কাটতে তার ভুলে লা লিগায় রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারলো জিরোনার কাছে।

রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল এগিয়ে যায়। কিন্তু রামোসের হ্যান্ডবলে পেনাল্টি থেকে সমতা ফেরায় জিরোনা। টেবিলের ১৭ নম্বরে থেকে রিয়ালের মাঠে নামা দলটি চমকে দেয় দ্বিতীয় গোল করে। শেষ মুহূর্তে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রামোসকে।

কাসেমিরো বিরতির আগে রিয়ালকে এগিয়ে নেন। কিন্তু পেনাল্টি থেকে ক্রিস্টিয়ান স্টুয়ানি সমতা ফেরান। আর ক্রিস্টিয়ান পোর্তু করেন জয় এনে দেওয়া গোল।

আগের ৮ ম্যাচ ধরে অজেয় রিয়ালকে শুরু থেকে স্বস্তিতে থাকতে দেয়নি জিরোনা। পোর্তু ও অ্যালেক্স গ্রানেলের সমন্বিত চেষ্টায় আক্রমণে যায় অতিথিরা। কিন্তু তারা স্টুয়ানিকে খুঁজে পাননি রিয়ালের বক্সে।

রিয়ালও ছিল প্রাণবন্ত। টনি ক্রুসের বিপজ্জনক ফ্রি কিক বিপদমুক্ত করেন ডোগলাস লুইস। আবারও রিয়ালের সুযোগ করে দেন ক্রুস। তার বাড়ানো বলে লুকাস ভাসকেসের শট দারুণ দক্ষতায় রুখে দেন জিরোনা গোলরক্ষক ইয়াসিন বোনো। কিছুক্ষণ পর স্টুয়ানিকে প্রতিহত করেন থিবো কোর্তোয়া।

২৫ মিনিটে ক্রুসের অ্যাসিস্টে গোল পায় রিয়াল। জার্মান তারকার ক্রস থেকে শক্তিশালী হেডে ১-০ করেন কাসেমিরো।

বিরতির আগে গ্রানেলের জোরালো শট গোলবারের পাশ দিয়ে যায়। জিরোনাকে দুই গোলে পেছনে ফেলার সুযোগ আবার পায় রিয়াল। বোনোর বাধা পেরোতে সফল হননি করিম বেনজিমা। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কো আসেনসিওর ক্রস থেকে আবারও সুযোগ নষ্ট করেন ফরাসি ফরোয়ার্ড।

রিয়ালের আক্রমণকে ব্যর্থ করে দিয়ে জিরোনাও গোলের জন্য উন্মুখ হয়ে খেলতে থাকে। অ্যান্থনি লোসানোকে রুখে দিয়ে আবারও দলকে রক্ষা করেন কোর্তোয়া। কিন্তু ৬৪ মিনিটে রামোস বক্সের মধ্যে হাত দিয়ে বল আটকালে পেনাল্টি পায় জিরোনা, সমতা ফেরান স্টুয়ানি।

ভিনিসিয়াস জুনিয়র আবারও রিয়ালকে এগিয়ে দিতে পারতেন। কিন্তু তার শট ক্রসবারের উপর দিয়ে যায়। সুযোগ নষ্ট করা রিয়ালকে ৭১ মিনিটে কাঁপিয়ে দেন পোর্তু। তার শট আঘাত করে পোস্টে। অবশ্য চার মিনিট পর তারই গোলে নিস্তব্ধ হতে হয় রিয়াল দর্শকদের। লোসানোর শট কোর্তোয়া ফিরিয়ে দিলেও পোর্তুর ফিরতি হেড তাকে পরাস্ত করে।

বদলি নামা গ্যারেথ বেলকে প্রতিহত করে জিরোনার লিড ধরে রাখেন বোনো। আর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ওভারহেড কিক করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের মুখে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোস। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ২৫তম লাল কার্ড।

এই হারে টেবিলের দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করতে পারলো না রিয়াল। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা। আগের রাতে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ জিতে শীর্ষ দুইয়ে। রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে বার্সা (৫৪), আর অ্যাতলেতিকো (৪৭) নগরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। গোল ডটকম