বার্সেলোনার সঙ্গে কোনও কথা হয়নি নেইমারের

বাবার সঙ্গে নেইমারথামছেই না নেইমারের বার্সেলোনা ফেরার গুঞ্জন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাকি কাতালান ক্লাবকে অনুরোধ করেছেন তাকে ফেরানোর জন্য। স্প্যানিশ মিডিয়ায় ছাপা হয় এই গুঞ্জন উড়িয়ে দিলেন এই তারকার বাবা নেইমার সিনিয়র।

ছেলের এজেন্টের দায়িত্বেও আছেন নেইমার সিনিয়র। বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়ে তার দাবি, বার্সেলোনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ হয়নি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, তার ছেলে বর্তমান ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ে সুখে আছেন, আর ভবিষ্যতে ফরাসি ক্লাবের সঙ্গেই থাকবেন।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। যদিও পার্ক দে প্রিন্সেসে নাম লেখানোর পর থেকেই নাকি ‘বাস্তবতা’ বুঝতে পারেন তিনি। তাই কিছুদিন না যেতেই তার বার্সেলোনায় ফেরার খবর ছাপা হয় ইউরোপের নামিদামি সংবাদপত্রে। ওই গুঞ্জন এখনও চলমান। নতুন করে শোনা গেছে, নেইমার নাকি বেশ কয়েকবার বার্সেলোনার সঙ্গে কথা বলেছেন তাকে পিএসজি থেকে ফিরিয়ে আনার জন্য।

যদিও ব্রাজিলিয়ান এক সংবাদমাধ্যমে এই খবর উড়িয়ে দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র, ‘এটা মিথ্যা কথা। বার্সেলোনার সঙ্গে কোনও কথা হয়নি। নেইমারের ব্যাপারে কেবল দুটো মানুষই কথা বলতে পারে, একজন হলাম আমি, অন্যজন সে (নেইমার)। আমাদের মধ্যে কেউই বার্সেলোনায় ফেরার ব্যাপারে কোনও কথা বলেনি।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজিতেই সুখী আছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমার ছেলে প্যারিসেই সুখী। বার্সেলোনা গ্রেট ক্লাব, তবে এটা শুধুই গুঞ্জন। এই ধরনের গুঞ্জনে তার মতো একজন খেলোয়াড়ের ক্লাব ছাড়া অসম্ভব। তার বর্তমান ঠিকানা যেমন প্যারিস, তেমনি ভবিষ্যৎও।’ মার্কা