খেলোয়াড় কেনায় নিষিদ্ধ চেলসি

skysports-chelsea-general-stamford-bridge_4586004আগামী দুই দল বদলের বাজারে খেলোয়াড় কিনতে পারবে না চেলসি। ১৮ বছরের নিচে খেলোয়াড় কেনার বিষয়ে নিয়ম ভঙ্গ করার অপরাধে তাদের এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

এই শাস্তির কারণে ২০২০ সালের গীষ্ম মৌসুম পর্যন্ত নতুন কোনও খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে না ব্লুরা। অবশ্য খেলোয়াড় ছেড়ে দেওয়া কিংবা ধারের খেলোয়াড়দের ফিরিয়ে আনায় কোনও বাধা নেই।

ফিফা জানায়, শতাধিক বিদেশি তরুণ খেলোয়াড়দের চুক্তির ব্যাপারে তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুধু খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে ৬ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ছাড় পায়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), তাদের ৫ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে শীর্ষ ফুটবল সংস্থা।

এই শাস্তির বিরুদ্ধে ফিফার আপিল কমিটির কাছে আবেদন করতে পারবে চেলসি। এজন্য তাদের হাতে সময় ৩ দিন। ক্রীড়া আদালতের দ্বারস্থও হতে পারে তারা।

জানা গেছে, ১৮ বছরের নিচের খেলোয়াড়দের সঙ্গে চেলসির চুক্তি নিয়ে তিন বছর ধরে তদন্ত করেছে ফিফা। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলা বুরকিনা ফাসোর ত্রাওরে সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তিভঙ্গের তদন্তের শাস্তি পেল ব্লুরা।