এদিন আগের ম্যাচে অ্যাতলেতিকো ১-০ গোলে লেগানেসকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমায় ৪ পয়েন্টে। কাতালান জায়ান্টরা চাপ নিয়ে ভায়েকানোকে স্বাগত জানায়।
গড়পড়তা পারফরম্যান্সের মাশুল বার্সা দেয় শুরুতেই। ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে ভায়েকানোকে এগিয়ে দেন রাউল দে থোমাস।
অবশ্য বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় কাতালান জায়ান্টরা। ৩৮ মিনিটে লিওনেল মেসির ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন জেরার্দ পিকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সা এগিয়ে যায়। সেমেদো ভায়েকানোর বক্সে ফাউলের শিকার হন। ৫১ মিনিটের পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন মেসি।
ইভান রাকিতিচের সঙ্গে ওয়ান-টু পাসে ৮২ মিনিটের গোলে সব অনিশ্চয়তা দূর করেন লুই সুয়ারেস।
২৭ ম্যাচে ১৯তম জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আগামী বুধবার তারা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে স্বাগত জানাবে লিওঁকে। সমান খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা রিয়াল মাদ্রিদ রবিবার খেলবে রিয়াল ভায়াদোয়িদের। ইএসপিএনএফসি