আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে জড়িয়ে আছে নানান নেতিবাচক ইস্যু। তারই কারণে চার বছর আগে ছিটকে যেতে হয়েছিল ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত এই ক্লাবকে। দুঃসময় কাটিয়ে আরামবাগ আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছে।
প্রায় তিন দশক পর দেশের শীর্ষ ফুটবল স্তরে ফেরা পিডব্লিউডির সঙ্গে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন গ্রাউন্ডে গোলশূন্য ড্র করেছে আরামবাগ। তাতে চ্যাম্পিয়নশিপ লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ায় প্রিমিয়ার লিগের টিকিট পেয়েছে তারা। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বিসিএল থেকে শীর্ষ দুই দল বিপিএল খেলে, পিডব্লিউডির পর আরামবাগকে দিয়ে সেই দুটি দল চূড়ান্ত হলো।
চার বছর পর দেশের ফুটবলে শীর্ষস্তরে খেলার সুযোগ হয়েছে আরামবাগের।
১৬ ম্যাচে আরামবাগের পয়েন্ট ৩৪। সমান ম্যাচে টেবিলের তৃতীয় স্থানে থাকা সিটি ক্লাবের পয়েন্ট ২৭। শেষ দুই ম্যাচে আরামবাগ হারলে এবং সিটি ক্লাব জিতলেও পয়েন্ট টেবিলে অবস্থান নড়চড় হবে না।
আরামবাগের সাফল্যে ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল, ‘খুব স্বল্প সময়ের প্রস্তুতিতে আমরা দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সাফল্যের জন্য সাধারণ সম্পাদক ইয়াকুব ভাই, কোচ রিদনের অবদান অনেক। বিশেষ করে ফুটবলাররা যারা মাঠে সেরাটা দিয়েছেন তাদের কৃতিত্ব সর্বাধিক। লিগের অনেক রাউন্ড আমরা শীর্ষস্থানে থাকলেও পরবর্তীতে পিছিয়ে পড়েছিলাম। এ নিয়ে আক্ষেপ নেই প্রিমিয়ারে উঠেছে দল এটাই সার্থকতা।’
আরামবাগের দুঃস্বপ্নের শুরু হয়েছিল ২০২১-২২ ফুটবল মৌসুমে। ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায় আরামবাগের কর্মকর্তা, কোচ ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিলেন। বাফুফেও আরামবাগকে দুই ধাপ নামিয়ে সিনিয়র (প্রথম) ডিভিশন লিগে খেলতে পাঠায়। আরামবাগ সিনিয়র ডিভিশন থেকে উত্তীর্ণ হয়ে উপরের ধাপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উঠেছে আগের মৌসুমে। এবার চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে ফের প্রিমিয়ারে উঠলো।