২ গোলে জিতেও আক্ষেপ

ভুটানের বিপক্ষে বাংলাদেশের একটি আক্রমণের চেষ্টাসাফ মহিলা ফুটবলে বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিফাইনাল। ভুটানকে ২-০ গোলে হারিয়ে প্রাথমিক লক্ষ্যপূরণ হলেও বাংলাদেশ দলে কিছুটা অতৃপ্তির ছোঁয়া। জয়ের ব্যবধান আরও বড় না হওয়ায় কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠে আক্ষেপ।

বৃহস্পতিবার ম্যাচ শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচ অবশ্যই কঠিন। দক্ষিণ এশিয়ায় এখন সবাই ফুটবল চর্চা করছে, ফুটবলে উন্নতি করছে। তবে আজ আমাদের আরও গোল করা উচিত ছিল। কারণ, মেয়েরা অনেক সুযোগ তৈরি করেছিল।’

সাবিনার দলের ওপরে অবশ্য আস্থা রাখছেন কোচ, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, মেয়েরা পুরো ৯০ মিনিট নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। পুরো ম্যাচে আমাদের আধিপত্য ছিল, বল পজিশনেও আমরা এগিয়ে ছিলাম। আমি তাই মেয়েদের ধন্যবাদ দিতে চাই।’

কোচ পুরোপুরি সন্তুষ্ট না হলেও সহ-অধিনায়ক মিশরাত জাহান মৌসুমি দলের পারফরম্যান্সে খুশি। প্রথম গোল করা মৌসুমি বলেছেন, ‘দেশ থেকে আসার সময় আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল। আজ জিতে সেই লক্ষ্যপূরণ হয়েছে। আমরা তাই খু্ব খুশি। কঠোর পরিশ্রম করে জয় পেয়েছি বলে খুব ভালো লাগছে।’