ভারতের বিপক্ষে লড়াই করার প্রত্যয়

রবিবার টিম হোটেলেই হালকা অনুশীলন করেছে বাংলাদেশ দলসাফ মহিলা ‍ফুটবলে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল, আর দ্বিতীয় লক্ষ্য সেমিফাইনালে ভারতকে এড়ানো। প্রথমটা পূরণ হলেও দ্বিতীয় লক্ষ্য পূরণ হয়নি। স্বাগতিক নেপালের কাছে হেরে ‘এ’ গ্রুপে রানার্স-আপ হয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামী ২০ মার্চ সেমিফাইনালে তাই সাবিনা-মারিয়াদের প্রতিপক্ষ প্রতিযোগিতার চার বারের চ্যাম্পিয়ন ভারত।

মেয়েদের ফুটবলে, বিশেষ করে জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে ভারতকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় লাল-সবুজ দল। রবিবার মিডফিল্ডার মনিকা চাকমা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমরা লড়াই করার যথাসাধ্য চেষ্টা করবো। ওদের সঙ্গে সমান তালে খেলতে চাই আমরা। সেমিফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’

নেপালকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ। কিন্তু শনিবার বিরাটনগরের শহীদ রঙ্গশালায় প্রথমার্ধেই তিন গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও হতাশায় আচ্ছন্ন মেয়েরা। মনিকা বলেছেন, ‘নেপালের খেলোয়াড়রা আমাদের চেয়ে সিনিয়র এবং অভিজ্ঞ। আমরা অবশ্য নিজেদের ভুলে গোল খেয়েছি। তাই ভীষণ মন খারাপ আমাদের। সেদিনের সব ভুল শুধরে সেমিফাইনালে ভালো খেলতে চেষ্টা করবো।’