তিন-চারটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনহো!

হোসে মরিনহোগত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ার পর থেকে ‘তিন-চারটি’ ক্লাবের প্রস্তাব পেয়েছেন হোসে মরিনহো। কিন্তু এত তাড়াতাড়ি নতুন দায়িত্ব নিতে প্রস্তুত নয় পর্তুগিজ কোচ।

ওল্ড ট্র্যাফোর্ডে আড়াই বছরে ইএফএল কাপ, এফএ কমিউনিটি শিল্ড ও ইউরোপা লিগ জেতেন মরিনহো। কিন্তু এই মৌসুমের শুরুতে দলের বাজে পারফরম্যান্সে বরখাস্ত হন তিনি। তার জায়গায় আসেন উলা গুনার সুলশার।

ফ্রান্সের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, ‘কোচিং ছাড়া আছি প্রায় আড়াই মাস হয়ে গেলো। পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি আমি।’

বেশ কয়েকটি জায়গা থেকে প্রস্তাব পাওয়ার কথা জানান পর্তুগিজ কোচ, ‘আমি ঠিক কী চাই না আর কী চাই, সেটা জানি। এজন্য তিন থেকে চারটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি আমি। ক্লাবের নাম বলতে চাই না। জুনের শুরুতে আমি কোনও একটি দলের কোচিং শুরু করবো, প্রাক মৌসুমে।’

৫৬ বছর বয়সী কোচকে নিয়ে সম্প্রতি গুঞ্জন শোনা গেছে। সাবেক ক্লাব বেনফিকা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান যোগাযোগ রাখছিল জানা যায়। বিশেষ করে রিয়ালে তার ফেরার গুঞ্জন জোরালো হয়ে ওঠে সান্তিয়াগো সোলারি বরখাস্তের পর। কিন্তু মাদ্রিদ ক্লাবটি ফেরায় জিনেদিন জিদানকে। গোল ডটকম