পগবার ‘স্বপ্নের ক্লাব’ রিয়াল মাদ্রিদ

পল পগবাজুভেন্টাসে থাকার সময় পল পগবার রিয়াল মাদ্রিদে যাওয়ার আলোচনা হয়েছিল খুব। ইউরোপিয়ান মিডিয়ায় গুঞ্জনটা নতুন করে ফিরতে পারে ফরাসি মিডফিল্ডারের নিজেরই করা একটি মন্তব্যে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই বিশ্বকাপ জয়ী তারকার কাছে স্প্যানিশ দলটি ‘স্বপ্নের ক্লাব’।

শুধু ক্লাব নয়, রিয়ালে আবারও কোচের চেয়ারে ফেরা জিনেদিন জিদানের প্রতিও ঝরেছে তার মুগ্ধতা। দুয়ে দুয়ে চার মিলিয়ে পগবার সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার গুঞ্জনের বাতাসে নতুন সুর শোনা গেলেও অবাক হওয়ার কিছু নেই এখন। যদিও কথার সঙ্গে পগবা এটাও জানিয়ে রেখেছেন, ম্যানইউ নিয়েই তার সব চিন্তা-ভাবনা।

২০২০ সালের ইউরো বাছাইয়ে মলদোভার বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পগবার মুখে ঝরেছে রিয়াল নিয়ে প্রশংসার বৃষ্টি। তিনি বলেছেন, ‘সবার জন্য রিয়াল মাদ্রিদ স্বপ্নের ক্লাব। তারা বিশ্বের অন্যতম বড় ক্লাব।’ জিদান থাকায় তার আকর্ষণটা আরও বেশি, ‘এখন তারা কোচ হিসেবে পেয়েছে জিনেদিন জিদানকে। তিনি রয়েছেন সব শিশু ও খেলোয়াড়ের স্বপ্নে, তবে এই মুহূর্তে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের।’

ওল্ড ট্র্যাফোর্ডও সামলাচ্ছেন নতুন কোচ উলা গুনার সুলশার। জোসে মরিনহোকে বরখাস্ত করে অন্তবর্তী কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ম্যানইউ। নতুন কোচের প্রসঙ্গ টেনে পগবা বলেছেন, ‘ওখানেও (ম্যানইউ) নতুন কোচ এসেছেন এবং আমি (তার অধীনে) খেলছি। পরে, কেউই জানে না ভবিষ্যতে কী হবে। তবে এই মুহূর্তে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়।’ মার্কা