এমবাপের জন্য ২ হাজার ৬৬৬ কোটি টাকা খরচ করবে রিয়াল!

খবরটি ছেপেছে ‘ফ্রান্স ফুটবল’নেইমার নাকি কাইলিয়ান এমবাপে? রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পরিষ্কার জবাব না দিলেও স্প্যানিশ মিডিয়ার খবর, ফরাসি তারকার দিকেই এখন আগ্রহী তিনি। কোচ জিনেদিন জিদানের চাওয়াও নাকি তাই। ভরাডুবির মৌসুমে আবারও সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব নেওয়া কোচের চাওয়াই তো থাকবে সবার আগে!

এবার ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ ছেপেছে, এমবাপেকে দলে নিতে কাজ শুরু করে দিয়েছে রিয়াল। পেরেজ বার্নাব্যুতে বানাতে যাচ্ছেন নতুন ‘গ্যালাকটিকোস’। যেখানে সবচেয়ে বড় লক্ষ্য এমবাপেকে দলে ভেড়ানো। ব্যালন ডি’অর দিয়ে থাকে যারা, সেই ‘ফ্রান্স ফুটবল’ তাদের কাভারে জিদান ও এমবাপের ছবি দিয়ে ক্যাপশন করেছে ‘অপারেশন এমবাপে’।

ম্যাগাজিনটির খবর, বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে পেতে মোটা অঙ্কের অর্থ লগ্নি করতে যাচ্ছে রিয়াল। মাদ্রিদের অভিজাতরা এমবাপের জন্য নাকি খরচ করবে ২৮০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৬৬৬ কোটি টাকা! খবরটা সত্যি হলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হবেন প্যারিস সেন্ত জার্মেই তারকা। তখন পেছনে পড়ে যাবে বার্সেলোনা থেকে প্যারিসের ক্লাবেই যাওয়া নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর দলবদল।

এমবাপে এখনই বিশ্বের অন্যতম দামি খেলোয়াড়। মোনাকো থেকে তাকে পিএসজি এনেছে ১৪০ মিলিয়ন ইউরোতে। ফর্মের তুঙ্গে থাকা ২০ বছর বয়সী তারকাকে আনতে হলে ‘ফ্রান্স ফুটবল’-এর দাবি করা ২৮০ মিলিয়ন ইউরোর দলবদলের খবর উড়িয়ে দেওয়া যায় না মোটেও।

এমবাপের প্রতি জিদানের মুগ্ধতা নতুন নয়। বিশ্বকাপ জেতার আগেই এই তরুণ ফরোয়ার্ডকে নিয়ে প্রশংসা ঝরেছে ফরাসি কিংবদন্তির কণ্ঠে। বার্নাব্যুতে দ্বিতীয় দফায় কোচ হিসেবে ফিরে জিদান নাকি প্রধান লক্ষ্য বানিয়েছেন এমবাপেকে। সামনের গ্রীষ্মেই পিএসজি থেকে তাকে নিয়ে আসার পরিকল্পনা তাদের। সেজন্য দলবদলের নতুন রেকর্ড গড়তেও প্রস্তুত রিয়াল। গোল ডটকম, মার্কা