আয়াক্সের বিপক্ষে শঙ্কায় রোনালদো

skysports-cristiano-ronaldo_4392612সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান পর্তুগাল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে বিপত্তিতে পড়েছে জুভেন্টাস। পরের দুই ম্যাচে তাকে পাচ্ছে না তুরিন ক্লাব। এমনকি আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে তাকে ঘিরে রয়েছে শঙ্কা।

গত সোমবার সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ে ৩০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তারপরও নির্ভার ছিলেন তিনি, ‘আমি চিন্তিত নই, কারণ আমি আমার শরীর সম্পর্কে ভালো জানি। ফুটবলে এমন হয়। আমি নির্ভার আছি, কারণ জানি এক বা দুই সপ্তাহ পর সুস্থ হয়ে ফিরে আসবো।’

জানা গেছে, বৃহস্পতিবার থেকে চিকিৎসা শুরু করেছেন রোনালদো। ফিজিওথেরাপি করাচ্ছেন তিনি। তার চোটের অবস্থা সম্পর্কে এখনও পুরোটা জানা যায়নি। তবে নিশ্চিত যে এম্পোলি ও ক্যাগলিয়ারির বিপক্ষে সিরি ‘এ’ ম্যাচে দেখা যাবে না তাকে।

শঙ্কা রয়েছে ৬ এপ্রিল এসি মিলানের বিপক্ষে তার খেলা নিয়েও। স্বাস্থ্য পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কবে ফিরছেন তিনি। কিন্তু যতদূর জানা গেছে ১০ এপ্রিল আয়াক্সের মাঠে খেলার আগে পুরো ফিটনেস ফিরে নাও পেতে পারেন তিনি।

অবশ্য রোনালদোর বেধে দেওয়া ‘এক বা দুই সপ্তাহ’ সত্যি হলে খেলতে পারবেন আয়াক্সের বিপক্ষে। গোল ডটকম