ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, সেরা দশে নেই আর্জেন্টিনা

বাংলাদেশ ফুটবল দলদিনকয়েক আগের আন্তর্জাতিক ফুটবল সূচিতে হয়েছে ১৫০ ম্যাচ। তবে বদল হয়নি ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ তিন। এক নম্বরে থাকা বেলজিয়ামের পরে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিল। অন্যদিকে সেরা দশের বাইরেই থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ফিফা নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। যে র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৮৮ নম্বরে রয়েছে এখন বাংলাদেশ। ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে জয় বাংলাদেশকে এনে দিয়েছে ২ পয়েন্ট, তাতে ১৯২ থেকে ১৮৮ নম্বরে উঠে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের কোচ জেমি ডে সবসময়ই বলে আসছেন, তিনি উন্নতি চান র‌্যাংকিংয়ে। সেই পথে বড় ধাপ ফেললো বাংলাদেশ।

র‌্যাংকিংয়ের প্রথম তিনটি জায়গার পরিবর্তন না হলেও চতুর্থ স্থানটা বদল হয়েছে। ইউরো বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। তাই এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে যেতে হয়েছে ক্রোয়েশিয়াকে। উরুগুয়ে ছয়ে উঠে আসায় সাত নম্বরে নেমে গেছে ইউরো বাছাইয়ে টানা দুটি ড্র করা পর্তুগাল। পরের তিনটি জায়গা অপরিবর্তিত- সুইজারল্যান্ড (৮), স্পেন (৯) ও ডেনমার্ক (১০)।

১১ নম্বর জায়গাটিও বদল হয়নি। সেরা দশের বাইরে চলে যাওয়া আর্জেন্টিনা নতুন র‌্যাংকিংয়েও রয়েছে একই জায়গায়। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোকে হারালেও র‌্যাংকিংয়ে অনেকটা পেছনে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি আলবিসেলেস্তেদের। ফিফা ডটকম