ঢাকায় কলম্বিয়ার দুই নারী ফুটবলার

জেসিকা (বাঁয়ে) ও কাতেরিনআগামী ২২ এপ্রিল শুরু হবে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। মেয়েদের এই প্রতিযোগিতা আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মধ্যে অন্যতম কলম্বিয়ার দুই নারী ফুটবলারকে ঢাকায় নিয়ে আসা।

বুধবার ঢাকায় আসা কলম্বিয়ার দুই ফুটবলার হলেন জেসিকা উর্তাদো এবং কাতেরিন ফাবিওলা কাস্ত্রো মুনোস। এর মধ্যে কাতেরিন ২০১১ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছিলেন।

তিন দিনের সফরে দুই অতিথি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং বাংলাদেশের নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ইউনিসেফ পরিচালিত একটি স্কুলের ছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন তারা।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলকে সামনে রেখে দুই কলম্বিয়ান নারী ফুটবলার ঢাকায় এসেছেন। তারা আমাদের নারী ফুটবলারদের সঙ্গে সময় কাটানো ছাড়াও কয়েকটি  কর্মসূচিতে অংশ নেবেন।’

বঙ্গমাতা গোল্ডকাপে অংশ নেবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে খেলবে লাওস, মঙ্গোলিয়া ও তাজিকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাত।