তিন সপ্তাহ ছিটকে যাওয়ার শঙ্কায় রামোস

Sergio-Ramos-leaves-the-injured-concentration-1024x455লেগানেসের মাঠে পরের ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে অধিনায়ক সের্হিও রামোসকে পাচ্ছে না তারা।

এমনকি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন জানা গেছে।

ক্লাব তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায়, ‘রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা আমাদের খেলোয়াড় সের্হিও রামোসের পরীক্ষা করেছে। তার বাঁ পায়ে গ্রেড ওয়ান চোট ধরা পড়েছে। তার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’

মার্কা জানায়, এই ধরনের ইনজুরিতে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে। গত জানুয়ারিতে ভিয়ারিয়ালের বিপক্ষে একই চোটে পড়েন গ্যারেথ বেল।

লা লিগায় ৭ ম্যাচ হাতে রেখে টেবিলের তিন নম্বরে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে (৭৩) ১৩ পয়েন্ট পেছনে তারা। খালি হাতেই এই মৌসুম শেষ করতে হচ্ছে রিয়ালকে।

চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা শেষ ষোলোতে বিদায় নিয়েছে। কোপা দেল রেতেও তারা সেমিফাইনালে হেরেছে বার্সেলোনার কাছে।