রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রশ্নে ‘নীরব’ এমবাপে

কাইলিয়ান এমবাপেতার রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন থেকে। একই প্রশ্নের মুখে কাইলিয়ান এমবাপেকে পড়তে হচ্ছে বারবার। আরেকবার যখন স্প্যানিশ ক্লাবে তার যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, তখন প্রশ্নটা এড়িয়ে গেলেন ফরাসি ফরোয়ার্ড।

রবিবার মোনাকোর বিপক্ষে ফরাসি লিগ ওয়ান ম্যাচে নেমেছিল প্যারিস সেন্ত জার্মেই। সাবেক ক্লাবের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পথে এমবাপে করেছেন হ্যাটট্রিক। এই ম্যাচে নামার আগেই অবশ্য লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির। রবিবার দিনের আগের ম্যাচে তোলুসের সঙ্গে লিল ড্র করায় মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যায় প্যারিসের ক্লাবটি।

এরপরই ২০ বছর বয়সী ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়াটা রাঙিয়ে নেন পিএসজি। দুর্দান্ত পারফরম্যান্সের পর তার কাছে রিয়ালে যাওয়ার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন আসে। এই প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি হননি বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার স্বদেশি জিনেদিন জিদানের কাজে নজর রাখছেন ঠিকই।

‘কানাল প্লাস’কে এমবাপে বলেছেন, ‘আমি এখানে (পিএসজি) আছি। একটা প্রজেক্টের সঙ্গে আমি আছি। জিজু (জিদান) ওখানে থাকায় রিয়াল মাদ্রিদের জন্য খুব ভালো হয়েছে। এটা ঠিক, তার প্রতি মুগ্ধতা আমার সবসময় আছে।’

মোনাকোর বিপক্ষে হ্যাটট্রিকে নতুন এক কীর্তি গড়েছেন এমবাপে। ১৯৮৯-৯০ মৌসুমে জ্যঁ-পিয়েরি পাপিঁর পর প্রথম খেলোয়াড় হিসেবে ফরাসি লিগ ওয়ানে ৩০ গোল করলেন এমবাপে। স্বভাবতই এই রেকর্ডে খুশি এমবাপে, তবে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্য তার, ‘সবশেষ খেলোয়াড় হিসেবে ৩০ গোল করেছিল পাপিঁ? আমি জানি। তবে মৌসুম এখনও শেষ হয়ে যায়নি, তাই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়া সম্ভব আমার পক্ষে।’ গোল ডটকম