অ্যাতলেতিকোর হার চায় না বার্সেলোনা

সুয়ারেসের সঙ্গে অ্যালেনার গোল উদযাপনআলাভেসকে হারিয়ে লা লিগা শিরোপার খুব কাছে বার্সেলোনা। আগামী শনিবার লেভান্তের বিপক্ষে ন্যু ক্যাম্পে জিতলেই চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু এর আগেই অ্যাতলেতিকো মাদ্রিদের হারে তাদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যেতে পারে। এমন কিছু হোক চান না মঙ্গলবারের গোলদাতা কার্লেস অ্যালেনা। পরের ম্যাচ জিতেই ঘরের দর্শকদের সামনে উৎসব করার ইচ্ছা তার।

লেভান্তেকে মোকাবিলার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বার্সা। বুধবার রাতে বা শনিবার বিকেলে অ্যাতলেতিকো হারলে কাতালানরা টানা দ্বিতীয়বার স্পেনের সেরা হবে। তেমন কিছু না হলে লেভান্তেকে হারিয়ে উদযাপনে মাতবে তারা।

আলাভেসের বিপক্ষে ২-০ গোলে জেতার পর অ্যালেনা বলেছেন, ‘আমাদের এখন অপেক্ষা করতে হবে অ্যাতলেতিকোর জন্য। অথবা আমাদের ভক্তদের সঙ্গে এটা জেতার জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। শনিবার ঘরের মাঠে যেন জিতি সেটাই চাইছি। আমাদের সমর্থকদের সঙ্গে এটা উদযাপন করতে পারলেই ভালো লাগবে। অবশ্য তার আগে জিতে গেলেও খারাপ হবে না। এই শিরোপার দাবিদার আমরা, দল সেরাটা খেলেছে।’

বুধবার রাত সাড়ে ১১টায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে অ্যাতলেতিকো। আর শনিবার তাদের প্রতিপক্ষ রিয়াল ভায়াদোয়িদ। ৩৩ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। আর এক ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। মার্কা