সুলশারের পাশে গার্দিওলা

উলা গুনার সুলশারম্যানইউর বাজে সময়ে উত্তাপ টের পাচ্ছেন উলা গুনার সুলশার। বুধবার রাতে ম্যানচেস্টার ডার্বি জিতলে সেটা কিছুটা কমে আসতে পারে। এই চ্যালেঞ্জ নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানসিটিকে স্বাগত জানাবে ইউনাইটেড। এর আগে প্রতিপক্ষ কোচ পেপ গার্দিওলার কাছে সমর্থন পেলেন নরওয়েজিয়ান কোচ।

গত ডিসেম্বরে হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত কোচ হন সুলশার। প্রথম ১৭ ম্যাচে মাত্র একটি হারে দারুণ শুরু হয়। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালেও পৌঁছায় তার দল। কিন্তু এরপর থেকে বাজে সময় কাটছে ম্যানইউ কোচের। সব ধরনের প্রতিযোগিতায় সবশেষ ৮ ম্যাচে হেরেছে ৬টি।

দলের এমন ব্যর্থতায় ২০২২ সাল পর্যন্ত সুলশারকে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে এভারটনে ৪-০ গোলে হারার পর তোপের মুখে ম্যানইউ কোচ। ম্যানচেস্টার ডার্বিতে তাই চাপ থাকা স্বাভাবিক। সুলশারকে প্রশ্নবিদ্ধ করা ঠিক কিনা প্রশ্নে গার্দিওলার জবাব, ‘আমি জানি না। আমাদের (কোচ) সময় নেই।’

সুলশারের প্রতি সমবেদনা জানালেন ম্যানসিটি কোচ, ‘আমি তার অবস্থা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমরা একা, আমি একা এবং একারণে আমি পুরোপুরি তার অবস্থা বুঝতে পারছি। আমার বেলাতেও এমনটা হয়েছিল, বিশ্বের সব কোচদের ভাগ্যে এমন হয়। যদি জিতি তাহলে টিকে থাকি, আর নয়তো বিপদে থাকতে হয়। এটাই বাস্তবতা, আমাদের মেনে নিতে হবে। আমি তার সঙ্গে আছি, সত্যিই তাকে সমর্থন দিচ্ছি।’ গোল ডটকম