বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল ৪ মে

11বঙ্গমাতা অনূর্ধ-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল হওয়ার কথা ছিল ৩ মে। তবে একদিন পিছিয়ে ৪ মে হবে ফাইনাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ ৩ মে যে ফাইনাল হচ্ছে না এটা নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে ফাইনাল একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। এরই মধ্যে বাংলাদেশ ও কিরগিজস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে।