বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ ফুটবল শুরু বৃহস্পতিবার

ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলনমেয়েদের ফুটবল উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তিবদ্ধ  জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সেই চুক্তির আওতায় দুই সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।

৩৯ দলের এই প্রতিযোগিতায় ৬টি গ্রুপের খেলা হবে ৬টি ভেন্যুতে। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা দুই গ্রুপ রানার্স-আপকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্বের লড়াই। চূড়ান্ত পর্বে ৮টি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স-আপ উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

চ্যাম্পিয়ন ৫০ হাজার এবং রানার্স-আপ দলের পুরস্কার ২৫ হাজার টাকা। অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দল পাবে ১৫ হাজার টাকা করে।

ভবিষ্যতের জন্য প্রতিভা খুঁজে বের করাই এ প্রতিযোগিতার প্রধান লক্ষ্য। বুধবার সংবাদ সম্মেলনে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সে কথাই জানালেন, ‘এ প্রতিযোগিতায় ইউনিসেফ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আমরা প্রতিযোগিতাটি আয়োজন করছি। এখান থেকে বাছাই করা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’