‘নেইমারকে দূরে সরিয়ে রাখা হয়নি’

নেইমারলিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর প্রথম ম্যাচে নেইমার খেলেননি। পার্ক দে প্রিন্সেস ছেড়ে যাওয়ার গুঞ্জন তাতে আরও জোরালো হয়। এ নিয়ে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত ফরাসি চ্যাম্পিয়নরা। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানালেন, চোট কাটিয়ে ফেরার পথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এ মৌসুমের শুরু থেকে বিভিন্ন মিডিয়া ছাপায়, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ দিয়ে স্পেনে ফিরছেন নেইমার। এরই মধ্যে নিমেসের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড না খেলায় অনেকের ধারণা হয়, সত্যিই চলে যাচ্ছেন তিনি। ওই ম্যাচে কয়েকজন ভক্ত ‘নেইমার, বিদায় হও’ ব্যানার নিয়ে হাজির হয়।

২৭ বছর বয়সী ফরোয়ার্ডের প্রতি ক্ষুব্ধ এই সমর্থকদের ঠাণ্ডা করতে লিওনার্দো আরও একবার মুখ খুললেন। তিনি জানালেন, চোট কাটানোর লড়াই করছেন নেইমার। আপাতত এটাই সত্যি। তার চলে যাওয়ার গুঞ্জনে তাকে দলে রাখা হচ্ছে না এমন দাবি প্রত্যাখ্যান করলেন পিএসজির এই উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘এটা মিথ্যা। দল থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়নি। ব্যক্তিগত পুনর্বাসন কর্মসূচিতে আছে সে।’

দৃঢ় কণ্ঠে লিওনার্দো বলেছেন, ‘সে প্যারিস সেন্ত জার্মেইর একজন খেলোয়াড়, প্যারিসে এখনও তার চুক্তির তিন বছর বাকি। সেটা আমাদের ভুলে গেলে চলবে না। সব কিছু আমাদের বিশ্লেষণ করতে হবে। আবারও তার খেলতে নামার আগে সমস্যাগুলোর সমাধান করতে হবে। যা হচ্ছে সেটা স্বাভাবিক, এ মৌসুমের শুরুতে কয়েকজন ভালো চিকিৎসকের পর্যবেক্ষণে ছিল নেইমার। তার পঞ্চম মেটাটারসালও পুরোপুরি ভালো হয়ে গেছে।’ ইএসপিএনএফসি