‘আবাহনীর এই জয় সারা বাংলাদেশের’

আবাহনীর জয়ের নায়ক সানডে চিজোবাকে পাশে নিয়ে কোচ মারিও লেমসের সংবাদ সম্মেলনশেষ বাঁশি বাজতেই ঢাকা আবাহনীর উৎসব শুরু। খেলোয়াড়রা একে অন্যকে জড়িয়ে ধরে ভাগ করে নিচ্ছিলেন সাফল্য। এএফসি কাপ নক আউট পর্বের প্রথম লেগে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা আকাশি-হলুদ দল।

আবাহনীর কোচ মারিও লেমসের কণ্ঠেও আনন্দের শিহরণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এই জয় শুধু আবাহনীর নয়, এটা সারা বাংলাদেশের। ম্যাচটা খুব ভালো হয়েছে। সাধারণত আমরা যে পরিকল্পনা নিয়ে মাঠে নামি আজ সেভাবে খেলিনি। আজ আমরা ডিফেন্স জমাট রেখে আক্রমণে উঠেছি, আর তাতে সফলও হয়েছি। আমি খুব খুশি।’

গ্রুপ পর্বে মাত্র দুই গোল খেয়েছিল এপ্রিল টোয়েন্টি ফাইভ। সেই দলকে চার গোল দিয়ে উচ্ছ্বসিত আবাহনীর পর্তুগিজ কোচ, ‘গ্রুপ পর্বে যে দল মাত্র দুই গোল খেয়েছে তাদের নক আউট পর্বে চার গোল দেওয়া কম কথা নয়। এটা আমাদের জন্য বিশাল অর্জন।’

দুই ডিফেন্ডার তপু বর্মণ ও আতিকুর রহমান ফাহাদ অনেক দিন মাঠের বাইরে। গত সপ্তাহে পায়ে চোট পাওয়ায় মিডফিল্ডার মামুনুল ইসলাম এবং সাসপেনশনের কারণে খেলতে পারেননি মিশরের ডিফেন্ডার আলা এলদিন নাসের। খেলোয়াড়দের তাই বাড়তি কৃতিত্ব দিচ্ছেন লেমস, ‘এই ম্যাচের আগে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না। তবু তারা দমে যায়নি। আজ সবাই ভালো খেলেছে, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।’

জোড়া গোল করে আবাহনীকে জয় এনে দিলেও সানজে চিজোবার কপালে দুশ্চিন্তার ভাঁজ। ভিসা সমস্যায় তার উত্তর কোরিয়া সফর অনিশ্চিত। এই নাইজেরিয়ান স্ট্রাইকারের আকুতি, ‘প্লিজ আমাকে ভিসা দিন। আমি একজন ফুটবলার, আমি খেলতে চাই।’

আরও পড়ুন:

এএফসি কাপে দুরন্ত জয় আবাহনীর