মাগুরায় শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল শুরু

মাগুরায় শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল শুরুআজ (শুক্রবার) মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছে মাগুরা, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, গোপালগঞ্জ, কুষ্টিয়া, যশোরের ২টি সহ ৭ জেলার মোট ৮ দল।

উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি ৫-০ গোলে হারিয়েছে ঝিনাইদহ ফুটবল একাডেমিকে। জয়ের পথে শাকিল ৪টি ও নিশান করেন ১ গোল। দারুণ পারফরম্যান্সে হ্যাটট্রিক পাওয়া শাকিল হয়েছেন সেরা খেলোয়াড়।

আগামীকাল (শনিবার) গোপালগঞ্জ ফুটবল দলের বিপক্ষে খেলবে নড়াইল জেলার মুন্স ওলিয়ার ফুটবল একাডেমি। আগামী ৬ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

শুক্রবার বিকেলে টুর্নমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, রূপালি ব্যাংক গ্রুপের এমডি মহসিন বিশ্বাস, মক্কা পেপার এন্ড বোর্ড মিলস্ লিমিটেডের এমডি মোঃ আরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির সভাপতি শেখ ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও জাতীয় দলের সাবেক ফুটবলার এ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক।