ফিফা বর্ষসেরার চূড়ান্ত তিনে মেসি-রোনালদো-ফন ডাইক

ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে তারাউয়েফা বর্ষসেরা দৌড়ের সেরা তিনের ‍পুনরাবৃত্তি ফিফা ‘দ্য বেস্ট’-এ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার দেওয়া বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও গত সপ্তাহেই ইউরোপসেরার পুরস্কার জয়ী ভার্গিল ফন ডাইক।

এই তিন তারকার মধ্যে কার হাতে উঠছে ফিফা বর্ষসেরার পুরস্কার, জানা যাবে ২৩ এপ্রিল মিলানের জমকালো অনুষ্ঠানে। জাতীয় দলের কোচ ও অধিনায়কের ‍সঙ্গে ‍সাংবাদিক ও ভক্তদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে সেরা খেলোয়াড়।

মেসি ও রোনালদোকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা হয়েছেন লিভারপুল ডিফেন্ডার ফন ডাইক। আবারও ব্যক্তিগত অর্জনে অন্যতম সেরা পুরস্কার জেতার লড়াইয়ে দাঁড়িয়ে গেছেন এই তিন খেলোয়াড়।

লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে রক্ষণ সামলানোর ‍সঙ্গে ফরোয়ার্ডেও কার্যকরী ভূমিকা রেখেছিলেন ফন ডাইক। হয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচসেরা। এই সাফল্যই তাকে এনে দিয়েছে প্রথম ইউরোপসেরার পুরস্কার, ডিফেন্ডার হিসেবে যা বিরল ঘটনা।

গত বছর ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ‍লুকা মদরিচ, হারিয়েছিলেন রোনালদো ও মোহাম্মদ সালাহকে। গতবার ব্যর্থ হওয়া রোনালদো আবারও আছেন পুরস্কারের দৌড়ে। অন্যদিকে সেরা তিনেও জায়গা না পাওয়া মেসি ফিরেছেন ফিফার পুরস্কারটি জেতার লড়াইয়ে।

সেরা পুরুষ খেলোয়াড়ের সঙ্গে সেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফিফা। ম্যানচেস্টার সিটিকে ইংল্যান্ডের ঘরোয়া ট্রেবল জেতানো পেপ গার্দিওলা লড়বেন লিভারপুলকে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে। তাদের ‍সঙ্গে চূড়ান্ত তিনে আছেন লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরে যাওয়া টটেনহাম কোচ মাউরিসিও পোচেত্তিনো।

সেরা গোলরক্ষক হওয়ায় লড়াইটা হবে দুই ব্রাজিলিয়ান ম্যানসিটির এদেরসন ও আলিসনের সঙ্গে বার্সেলোনা স্টপার মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেনের।

মেসি আছেন আরেকটি পুরস্কারের লড়াইয়ে। বর্ষসেরা গোল ‘পুসকাস অ্যাওয়ার্ড’-এ লড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। গত মৌসুমে রিয়াল বেতিসের বিপক্ষে তার চিপ রয়েছে সেরার দৌড়ে।

বর্ষসেরা নারী খেলোয়াড়ের লড়াইটা হবে দুই আমেরিকান অ্যালেক্স মরগান ও মেগান র‌্যাপিনোর সঙ্গে ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জের। আর বর্ষসেরা মহিলা দলের কোচের পুরস্কারটির চূড়ান্ত তালিকায় আছেন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জেতানো জিল এলিস, রানার্স-আপ হওয়া নেদারল্যান্ডস কোচ সারিনা উয়েগমান ও ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলা ফিল নেভিল। ফিফা ডটকম, গোল ডটকম