আগামী বছর ঢাকায় আবার সাফ ফুটবল

সভায় বক্তব্য রাখছেন সাফের সভাপতি কাজী সালাউদ্দিনগত বছর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর। ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ নামে পরিচিত এই টুর্নামেন্টের পরবর্তী আয়োজকও বাংলাদেশ।

সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের সেপ্টেম্বরে ঢাকায় হবে এই প্রতিযোগিতা। ২০১৮ সালের আগে ২০০৩ আর ২০০৯ সালেও সাফ ফুটবলের আয়োজক ছিল বাংলাদেশ।

সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ ২০২০ সাফ ফুটবলের স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে কোনও দেশ আপত্তি করেনি। সবার সম্মতিতে বাংলাদেশ আবার আয়োজকের সম্মান পেয়েছে।’

সাফ ‍ফুটবল ছাড়াও আগামী বছর তিনটি বয়সভিত্তিক প্রতিযোগিতা হবে দক্ষিণ এশিয়ায়। তবে এই তিন প্রতিযোগিতার ভেন্যু এখনও ঠিক হয়নি।