বুধবার নেপালের কাঠমান্ডুতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশও একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। মুখোমুখি লড়াইয়ে গোলশূন্য ড্র করায় বাংলাদেশ ও ভারতের পয়েন্ট আর গোল ব্যবধান হয়ে যায় সমান। তাই দ্বারস্থ হতে হয় লটারির। সেখানে হেরে গ্রুপ রানার্স-আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।
কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে দুটি সেমিফাইনালই হবে শুক্রবার। রবিবার একই ভেন্যুতে হবে ফাইনাল।