ভক্তদের ধৈর্য ধরতে বললেন পিকে

জেরার্দ পিকেমঙ্গলবার ন্যু ক্যাম্পে স্লাভিয়া প্রাগের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। তিন দিন আগে লা লিগায় তারা ৩-১ গোলে হেরেছিল লেভান্তের মাঠে। পর পর দুই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার শিকার বার্সেলোনা। এই সময়ে ভক্তদের ধৈর্য ধরতে বললেন কাতালান ডিফেন্ডার জেরার্দ পিকে।

জিততে না পারলেও লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ গ্রুপেও সবার ওপরে তারা। কিন্তু তাদের খেলার ধরনে হতাশ ভক্ত-সমর্থকরা। পিকের বিশ্বাস, সময় দিলে আবার ভক্তদের মুখে হাসি ফোটাতে পারবেন তারা। পিকে বলেছেন, ‘আমি আপনাদের (ভক্ত-সমর্থক) বলতে পারি, একটু ধৈর্য ধরুন। জানি ভক্তরা আরও বেশি চায়, এটা আমরা বুঝি। কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি, শুধু ফলের ক্ষেত্রে নয়, খেলার ধরন নিয়েও।’

ভক্তদের সমালোচনা মেনে নিচ্ছেন পিকে, ‘প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। এখানে আমি অনেক সময় কাটিয়েছি এবং যখন ভক্তরা ভালো কিছুর প্রত্যাশা করে পান না, তখন সমালোচনা হয়। আমরা (খেলোয়াড়) যত তাড়াতাড়ি সম্ভব, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা করবো।’

পিকের বিশ্বাস, বার্সেলোনা আবার ফিরে আসবে সঠিক পথে, ‘আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ গ্রুপের শীর্ষে। হয়তো আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছি না। ফল খারাপ নয়, কিন্তু আরও ভালো হতে পারতো। আমাদের আরও উন্নতি করতে হবে।’ গোল ডটকম