ম্যানসিটিকে টপকে দুইয়ে চেলসি

চেলসি টানা ষষ্ঠ জয় পেলোটানা জয়ের ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো চেলসি, পেছনে ফেললো ম্যানচেস্টার সিটিকে। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

প্রথম ৬ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া চেলসি ১২ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে থেকে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি (২৫)। আবার দ্বিতীয় স্থানে ওঠার লক্ষ্যে রবিবার শীর্ষ দল লিভারপুলের (৩১) মাঠে খেলবে সিটিজেনরা।

চেলসির প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ একাদশ ঘোষণা করেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। গড়ে ২৪ বছর ৮৮ দিনের দল নিয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্লুরা। ১৪ মিনিটে উইলিয়ানের ফ্রি কিক লাগে ভিনসেন্তে গুয়াইতার পোস্টে। প্রথমার্ধের যোগ করা সময়ে এই ব্রাজিলিয়ানকে আবার রুখে দেন ক্রিস্টাল গোলকিপার।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর গোলমুখ খোলে চেলসি। উইলিয়ানের ফ্লিক থেকে ট্যামি আব্রাহাম ৫২ মিনিটে লক্ষ্যভেদ করেন। লিগ মৌসুমে এটি ছিল তার দশম গোল।

সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ান পুলিসিচ ৭৯ মিনিটের স্ট্রাইকে ব্যবধান দ্বিগুণ করেন। মিচি বাতশুয়েইয়ের শট ফিরে এলে মার্কিন ফরোয়ার্ড করেন লক্ষ্যভেদ। তাতে চেলসির টানা ষষ্ঠ লিগ ম্যাচ জয় নিশ্চিত হয়।