বছর শেষে ফুটবলকে দাভিদ ভিয়ার বিদায়

দাভিদ ভিয়াএই বছর শেষে ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিলেন বার্সেলোনা ও স্পেনের সাবেক স্ট্রাইকার দাভিদ ভিয়া।

জানুয়ারিতে জে-লিগ মৌসুম শেষে বুট জোড়া একেবারে তুলে রাখবেন ভিসেল কোবে স্ট্রাইকার। জাপান লিগ ক্লাবের জার্সিতে শেষ হবে তার ১৯ বছরের দারুণ ক্যারিয়ার।

টুইটারে ভিয়া জানান, ‘একজন পেশাদার হিসেবে ১৯ বছর কাটানোর পর এই মৌসুম শেষে আমি ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সব দল, কোচ ও সতীর্থদের ধন্যবাদ, যারা আমাকে এই স্বপ্নময় ক্যারিয়ার উপভোগ করতে দিয়েছে। ১ জানুয়ারি এম্পেরর’স কাপ জিতে ক্যারিয়ার শেষ করার লক্ষ্য আমার।’

স্পেনের রেকর্ড গোলদাতা ভিয়া। দেশের হয়ে ৯৮ ম্যাচ খেলে ৫৯ গোল তার। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পথে পাঁচ গোল করেন তিনি। ২০০৮ সালে ইউরো জয়ী দলে খেলেছেন এবং পেয়েছেন গোল্ডেন বুট।

৩৭ বছর বয়সী স্ট্রাইকার বার্সেলোনার সঙ্গে জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ। ২০১৪ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে আরেকটি শিরোপা জেতেন তিনি। ওই বছরই নিউ ইয়র্ক সিটিতে যান ভিয়া, মেজর সকার লিগে ১২৪ ম্যাচে ৮০ গোল করেন এই স্ট্রাইকার।

২৬ জে লিগ ম্যাচে ১২ গোল করা এই স্ট্রাইকারকে শুভকামনা জানিয়ে টুইট করেছে ভিসেল, ‘চমৎকার একটা ক্যারিয়ারের জন্য ধন্যবাদ তোমাকে।’