২০২০ সালে দুটি বঙ্গবন্ধু গোল্ডকাপ

ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য দেন সালাউদ্দিনপেছানো হলো এই বছরের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর। আগামী বছর হবে টুর্নামেন্টের ষষ্ঠ আসরটি। তাতে ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে দুটি, এমনটা জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

আগামী ২১ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। সেটা পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে আয়োজন করা হবে। বুধবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই বছরের বঙ্গবন্ধু গোল্ডকাপ পেছানো হয়েছে, এটা হবে ২০২০ সালের জানুয়ারিতে। তবে একই বছর আরও একটি বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে।’

শুরুতে চার দল নিয়ে হওয়ার কথা থাকলেও ছয় দল নিয়ে এই আসর শুরুর চিন্তা করছে বাফুফে।

এই অর্থ বছরে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া ২০ কোটি টাকা ক্লাব,জেলা ও জাতীয় দলের পেছনে ব্যয় করার কথা বলেছেন সালাউদ্দিন, ‘সরকারের কাছ থেকে যে ফান্ড পেয়েছি, তার অর্ধেকই ক্লাব ও জেলার ফুটবল উন্নয়নে ব্যয় হবে। এছাড়া বাকিটা জাতীয় দলের পেছনে খরচ হবে।’