লিভারপুলকে জিদানের হুঁশিয়ারি!

জিনেদিন জিদানশেষ হলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। এখন ভক্তদের আগ্রহ শেষ ষোলোর ড্র নিয়ে। কে কার মুখোমুখি হচ্ছে, সেটা জানতে অধীর হয়ে আছেন তারা। নকআউটে ২০১৮ সালের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়নদের হুঁশিয়ারি করলেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

বুধবার ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। দুই ব্রাজিলিয়ান রোদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে দুর্দান্ত জয়ের পর তাদের চোখ শেষ ষোলোতে। দ্বিতীয় স্থানে থেকে ‘এ’ গ্রুপের খেলা শেষ করা রিয়ালের দেখা হয়ে যেতে পারে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন লিভারপুলের। গত বছরের ফাইনালে ৩-১ গোলে তাদের হারিয়ে ১৩তম শিরোপা জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। এবারও একই ফলের পুনরাবৃত্তি হবে বিশ্বাস জিদানের।

প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল ৪টি জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে নকআউটে। শেষ ষোলোতে তাদের এড়িয়ে যেতে চান কিনা, এই প্রশ্নের মুখোমুখি হলেন জিদান। ফরাসি কোচ মুচকি হেসে বললেন, ‘যদি লিভারপুলের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমরা তাদের বিদায় করবো।’ এরপর বাস্তবতায় ফিরলেন রিয়াল কোচ, ‘ড্র নিয়ে আসলে আমাদের কিছু করার নেই।’ গোল ডটকম