ফুটবলারদের জন্য এআইইউবির শিক্ষাবৃত্তি

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে ও এআইইউবির কর্মকর্তারাদেশের ফুটবলারদের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। এখন থেকে অন্তত ছয় জন ফুটবলারকে চার বছর মেয়াদি পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়া সেখানে বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগও থাকছে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এআইইউবি কর্মকর্তাদের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরও হয়েছে।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ফুটবল খেলে অনেক সময় পড়াশোনা করার সময় কম পাওয়া যায়। কিন্তু পড়াশোনার কোনও বিকল্প নেই। এআইইউবি আমাদের ফুটবলাদের পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছে। এটা ভালো উদ্যোগ।’

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হকের আশা, ‘আমরা বিসিবি ও শুটিং ফেডারেশনের সঙ্গে যুক্ত আছি। এবার ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হলাম। খেলোয়াড়েরা বিভিন্ন মেয়াদে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে পারবে। শুধু চার বছর মেয়াদি কোর্স নয়, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামেও তারা যুক্ত হতে পারবে। আমরা তাদের সব রকমের সুবিধা দেবো।’