এবারের চ্যাম্পিয়নশিপ লিগে ১৪ দল

বাফুফের জরুরী বোর্ড সভায় কর্মকর্তারাপেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে। এবার দল বাড়ানো হয়েছে, ১৪টি দলে হবে প্রতিযোগিতা। আজ মঙ্গলবার বাফুফের জরুরী বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে লিগ। এর আগে দলবদল হবে ১০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ। লিগ থেকে দুটি দল অবনমিত হবে। এছাড়া একটি দল প্রিমিয়ার লিগে উঠবে।

তবে অবাক করা বিষয় হলো গত চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত স্বাধীনতা সংঘ আবারও খেলার সুযোগ পাচ্ছে। এ নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘স্বাধীনতা সংঘ আমাদের কাছে আবেদন করেছিল, তাই তাদের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া অন্যরা ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পুরণ করেছে বলে এবার দল বেড়েছে।’

স্বাধীনতার সঙ্গে লিগে অংশ নেওয়া অন্যদল নোফেল স্পোর্টিং, বিজেএমসি, ফরাশগঞ্জ, টিঅ্যান্ডটি, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি এফসি, ওয়ারী ক্লাব,কাওরানবাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ফর্টিজ স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাব।