মলটেন থেকে অ্যাডিডাস, চিন্তিত আবাহনী

আবাহনীএএফসি কাপের প্রাথমিক পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে আবাহনী লিমিটেড এখন মালদ্বীপে। রবিবার রাতে পৌছে সোমবার বিকেলে মালেতে অনুশীলনও করেছে মারিও লেমোসের দল। তবে অ্যাস্ট্রো টার্ফে অনুশীলন করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তাদের।

ঢাকায় মলটেন বল দিয়ে খেলেছে আকাশি-হলুদরা। কিন্তু মালেতে গিয়ে দেখা গেল বলই বদলে গেছে! সেখানে অনুশীলন করতে হয়েছে অ্যাডিডাসের বলে। এ নিয়ে আবাহনী কোচ লেমোস কিছুটা চিন্তিত, ‘ঢাকায় মলটেন বলে নিয়ে খেলেছি। অনুশীলনও হয়েছে। কিন্তু মালেতে গিয়ে অ্যাডিডাসের বলে অনুশীলন করতে হয়েছে। বলের মান ভালো। তবে টার্ফে এমনিতে বল কিছুটা বাউন্স হয়। তাই এটা নিয়ে চিন্তিত আছি। আগামীকাল মঙ্গলবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবো। ঘাসের মাঠে খেলোয়াড়েরা এই বলের সঙ্গে কতটুকু খাপ খাইয়ে নিতে পারে সেটাই দেখার।’

আবাহনীর জন্য সুসংবাদ। ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা অনুশীলনে ফিরেছেন। ঢাকার ম্যাচে তিনি ছিলেন মাঠের বাইরে। মালের গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা জীবন-সানডেদের। লেমোস বলেছেন, ‘মালের আবহাওয়া বেশ গরম।ঢাকার ঠান্ডা আবহাওয়া থেকে গরমের মধ্যে পড়ে এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হচ্ছে।’