সভাপতি পদে নির্বাচন করতে চাই: সালাউদ্দিন

বাফুফে ভবনে কথা বলছেন কাজী সালাউদ্দিনবাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে উত্তাপ কম নয়। এতদিন ধরে মাঠে থাকা তরফদার মো: রুহুল আমিন হঠাৎ করে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আগামী চার বছরের জন্য আবারও এই পদে থাকতে চাইছেন।

সোমবার বাফুফে ভবনে নির্বাহী কমিটির সদস্যদের পাশে রেখে নিজের মতামত ব্যক্ত করেছেন কাজী সালাউদ্দিন। সাবেক এই ফুটবল তারকা বলে দিয়েছেন, ‘এখন আমি সভাপতি আছি। এই পদে আবারও নির্বাচন করতে চাই। আমার এখনও কিছু কাজ বাকি আছে।’

নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারে। সালাউদ্দিন তাই বলেছেন, ‘নির্বাচনে যে কেউ ইচ্ছা করলে দাঁড়াতে পারে। এখানে কোনও বাধা নেই। যদি কেউ কোয়ালিফাইড হয় সে দাঁড়াবে।’

কাজী সালাউদ্দিনের ২০২০ সালে দাঁড়ানোর ঘোষণা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর বলেছিলেন মেয়াদ শেষ (২০২০) হলে আর দাঁড়াবেন না, এমন কথা উঠলে বাফুফে সভাপতি সরাসরি বলেছেন, ‘এ কথা অনেকবার শুনেছি। আমি কখনও এভাবে স্টেটমেন্ট দিইনি। আমি বলেছিলাম আমি দাঁড়াতেও পারি, নাও পারি। এখনও তাই বলতেছি। ভবিষ্যতেও তাই বলবো। দাঁড়াতেও পারি নাও পারি।’