চোট জর্জর টটেনহামের হার

ভারনারের গোল উদযাপনচ্যাম্পিয়নস লিগে আরেকটি ফাইনালে ওঠার মিশনে বড় ধরনের হোঁচট খেলো টটেনহাম হটস্পার। লন্ডনে নিজ মাঠে আরবি লাইপজিগের কাছে ১-০ গোলে হেরে গেলো হোসে মরিনিয়োর ফুটবলাররা।

হ্যামস্ট্রিং চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে হ্যারি কেইন, কয়েক দিন আগে ছিটকে গেছেন সন হিউং মিন। আক্রমণে ছিলেন ডেলে আলী ও লুকাস মোউরা। দুজনের কেউই আক্রমণভাগে সুবিধা করতে পারেননি। উল্টো একের পর এক সুযোগ তৈরি করে স্পারদের রক্ষণভাগ কাঁপায় বুন্দেসলিগা ক্লাব।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো অতিথিরা। টিমো ভেরনারের শট লাগে পোস্টে, যদিও জালে বল জড়ালে সেটা অফসাইডে বাতিল হতো। টটেনহামও জবাব দেয়। তবে স্টিভেন বারগউইনের বাঁকানো শট দুর্দান্ত সেভ করেন লাইপজিগ গোলকিপার পিটার গুলাসি।

৩৬ মিনিটে ভেরনার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। তার খুব কাছ থেকে নেওয়া শট রুখে দেন স্পার গোলকিপার উগো লরিস। ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পেরোনোর কিছুক্ষণ আগে পেনাল্টি পায় তারা। বেন ডেভিস বক্সের মধ্যে কনরাড লাইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। ভেরনার নিচু শটে পেনাল্টি থেকে মৌসুমের ২৬তম গোল করেন।

লাইপজিগ কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল করতে পারতো কিছুক্ষণ পরই। তবে প্যাট্রিক শিকের শট লরিসের কাছে বাধা পায়। স্পাররাও সমতা ফেরানোর খুব কাছে গিয়েছিল। কিন্তু ল চেলসোর ফ্রি কিক আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন গুলাসি। এরপর মোউরার হেড পোস্টের বাইরে দিয়ে গেলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম।

অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে আগামী ১০ মার্চ দ্বিতীয় লেগে টটেনহামকে স্বাগত জানাবে লাইপজিগ। অভিষেক  চ্যাম্পিয়নস লিগে আতালান্তা রূপকথা চলছেই, দিনের আরেক তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেন্সিয়াকে। শেষ আটে এক পা দিয়ে রেখেই আগামী ১০ মার্চ ভ্যালেন্সিয়ার মাঠে খেলবে সিরি ‘আ’ ক্লাবটি।