অভিষেকে জয় না পেয়ে তারিকের আক্ষেপ

কাজী তারিক রায়হানপ্রিমিয়ার লিগ শুরুর ম্যাচে লাল কার্ড দেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান। যে কারণে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচটিতে স্রেফ দর্শক ছিলেন। তার জায়গায় প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হয়েছে ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হানের। প্রথম ম্যাচে খারাপ করেননি এই তরুণ। তবে অভিষেক ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

ফিনল্যান্ডের ক্লাবে রাইটব্যাক পজিশনে খেলে অভ্যস্ত তারিক। কিন্তু ঢাকায় এসে প্রথম ম্যাচেই খেলতে হয়েছে সেন্টারব্যাক হিসেবে। একে তো নতুন ক্লাব, তারওপর নতুন পজিশন। পুলিশের সঙ্গে ড্র করে তাই কিছুটা হতাশ তারিক, ‘দিনটি আমাদের ছিল না। তাই ম্যাচ জিততে পারিনি আমরা। আশা করছি পরের ম্যাচে জিততে পারবো।’

নতুন পজিশনেই মানিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বসুন্ধরার ডিফেন্ডার, ‘সাধারণত আমি রাইটব্যাক হিসেবে খেলে থাকি। এখানে এসে সেন্টার ব্যাক খেলা শুরু করেছি। নতুন পজিশনে খেলাটা কিছুটা কঠিন। তবে কোচ যেখানে বলবে সেখানেই খেলবো। সমস্যা দেখি না।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে কিছুটা অসন্তুষ্ট তিনি, ‘মাঠে বল বাউন্স করছিল। ঠিকমতো বল আসছিল না। তবে এর জন্য কাউকে দায়ী করছি না। এখানে নতুন ক্যারিয়ার শুরু করলাম। প্রথম ম্যাচ। তাও আবার পজিশন বদল। সব মিলিয়ে খারাপ লাগেনি।’

ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিকের কাছে বাংলাদেশের লিগটাকে ভালোই মনে হচ্ছে, ‘লিগের খেলোয়াড়দের পারফরম্যান্স খারাপ না। ভালো খেলোয়াড় আছে। স্থানীয়রা মেধাবী।যদিও সব দলের খেলা দেখিনি। তবে এখানে খেলার মধ্যে হার্ড ট্যাকলিংটা বেশি হয়।’