করোনার প্রভাব ঘরোয়া ফুটবলেও

আজ হয়েছে পেশাদার লিগ কমিটির সভাকরোনাভাইরাসের প্রভাব দেশের ফুটবলেও পড়েছে। পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল শেষ হওয়ার কথা ছিল ২০ মার্চ। কিন্তু এখন তা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। প্রতিযোগিতাটি শুরু হবে ১৫ জুন।

আজ (মঙ্গলবার) পেশাদার লিগ কমিটির সভাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে আমরা চ্যাম্পিয়নশিপ লিগ নির্দিষ্ট সময়ে করতে পারছি না। ক্লাবগুলো আমাদের সঙ্গে একমত পোষণ করেছে।’

চলমান প্রিমিয়ার লিগ নিয়ে তার বক্তব্য, ‘কখন কী হয়, বলা কঠিন। এছাড়া এএফসি কাপের পরবর্তী খেলা নাও হতে পারে।’

এবারের চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিচ্ছে ১৩ দল। এখান থেকে একটি দল উঠবে প্রিমিয়ার লিগে। দুটি দলের হবে অবনমন।