‘দুঃসময়েই ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ’

আবাহনীর ফুটবল কোচ মারিও লেমোসকরোনাভাইরাসে লিগ বন্ধ, কিন্তু হোটেলের বাইরে যাওয়া হচ্ছে না তেমন, ঢাকার একটি হোটেলে একাকী সময় কাটছে আবাহনী কোচ মারিও লেমোসের। বাংলাদেশের করোনা পরিস্থিতিতে অন্যদের মতো তিনিও উদ্বিগ্ন। তাই সবাইকে সতর্ক হয়ে চলার পরামর্শ দিয়েছেন এক ভিডিও বার্তায়।

দেশের ফুটবল সমর্থকদের উদ্দেশ্যে আবাহনী কোচ বলেছেন, ‘আমরা এক কঠিন সময় পার করছি।  দুর্ভাগ্যবশত মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, মৃত্যু বরণ করছে। মানুষ তার আপন লোক হারাচ্ছে। এটি মারাত্মক কঠিন একটা সময়। আমি ব্যক্তি জীবনে ইতিবাচক থাকার চেষ্টা করি। ভালো সময়ে নয়, খারাপ সময়েও। দুঃসময়েই ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের ইতিবাচক থাকতে বলব, শক্ত থাকতে বলব। যদিও সেটা যথেষ্ট নয়। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’

আবাহনীর সমর্থকদের উদ্দেশ্যে আলাদাভাবে লেমোসের বার্তা, ‘আমি আবাহনী সমর্থকদের কাছ থেকে বেশ কিছু বার্তা পেয়েছি। আপনারা লিগ, অনুশীলন নিয়ে জানতে চেয়েছেন। এই মুহূর্তে ফুটবল মোটেও গুরুত্বপূর্ণ নয়। চিন্তা করবেন না, যখন সবকিছু আবার নিরাপদ হবে, আমরা আবারও ফুটবলে ফিরব- দল গোছাব, লিগ খেলব। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সুস্থ্যতা, আপনার পরিবারের সুস্থ্যতা, আপনার কমিউনিটির সুস্থ্যতা।’

নিজের পরিবার-পরিজন নিয়ে চিন্তিত এই কোচ, ‘ইউরোপ ও এশিয়ায় আমার পরিবার-বন্ধুরা আছে। আমি সবসময়ই তোমাদের কথা চিন্তা করছি। আমার হৃদয় সেখানে পড়ে রয়েছে। এই ভাইরাস মোকাবিলা করে আমাদের জিততেই হবে। আমরা এই ভাইরাসের চেয়ে শক্তিশালী। আশা করি দ্রুতই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।’