মেসির চেয়ে রোনালদো এগিয়ে: পেলে

পেলেক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি কে কার চেয়ে এগিয়ে, এই বিতর্ক হয়তো শেষ হবে না কখনও। কিন্তু পর্তুগাল ফরোয়ার্ড সমর্থন পেলেন ফুটবলের সর্বকালের সেরার কাছ থেকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কাছে রোনালদোই সেরা।

মেসি ও রোনালদো সব মিলিয়ে জিতেছেন ১১টি ব্যালন ডি’অর। বর্তমান ফুটবল বিশ্বে দুজনই সমান তালে দাপট দেখাচ্ছেন। দুজনের মধ্যে রোনালদোকে এগিয়ে রাখলেন তিনবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক পেলে। ইউটিউব চ্যানেল পিলহাদোয় তিনি বলেছেন, ‘এখন বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।’ পেলে তার মতামতের ব্যাখ্যাও দিলেন, ‘আমি মনে করি সে-ই সেরা, কারণ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ সে। কিন্তু অবশ্যই মেসির কথা ভুলে যাওয়া যাবে না, সে স্ট্রাইকার নয়।’

রোনালদোকে প্রশংসায় ভাসালেও ৭৯ বছর বয়সী ব্রাজিলিয়ান গ্রেট মনে করিয়ে দিলেন, তার ও মেসির চেয়েও সেরা খেলোয়াড় আছেন। সর্বকালের সেরা কে এই প্রশ্নে পেলে বললেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। জিকো, রোনালদিনহো ও রোনালদোর কথা আমরা ভুলতে পারি না। ইউরোপে আছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ইয়োহান ক্রুইফ। কিন্তু আমি মনে করি তাদের সবার মধ্যে পেলেই ছিল সেরা।’