চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগও বাতিল

বাফুফে লোগোকরোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আগেই। এবার পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগও বাতিল করা হয়েছে। বুধবার অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে সভা করে লিগ শুরুর আগেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।

চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের শেষ সময় ছিল আগামী ১০ জুন। আর লিগ মাঠে গড়ানোর কথা ছিল এর ঠিক এক মাস পর। লিগে অংশ নেওয়ার কথা ছিল ১৩ দল- স্বাধীনতা সংঘ, নোফেল স্পোর্টিং, ফরাশগঞ্জ, টিঅ্যান্ডটি, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক লিমিটেড, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি এফসি, ওয়ারী ক্লাব, কাওরানবাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ফর্টিজ স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাবের। কিন্তু তার আগেই করোনার কারণে লিগ পরিত্যক্ত হয়ে গেল।

লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সার্বিক অবস্থা বিবেচনা করে ও ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে আমরা চ্যাম্পিয়নশিপ লিগ পরিত্যক্ত ঘোষণা করেছি। আগামী নতুন মৌসুমে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগ একই সময়ে শুরু করার ইচ্ছা আমাদের।’