দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজেও সাফল্য ধরে রাখলো। ওয়ানডের পর ২০ ওভারের ক্রিকেটেও ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো লাল-সবুজ জার্সিধারীদের। আগে ব্যাটিং করে বাংলাদেশের মেয়েরা মাত্র ১১৭ রান করতে পারে। সহজ এই লক্ষ্য ১৮.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে প্রোটিয়া মেয়েরা।
কক্সবাজার অনুষ্ঠিত ম্যাচটিতে রবিবার আগে ব্যাটিং করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে বিপর্যস্ত বাংলাদেশের মেয়েরা। ওপেনার সাথী রানী তো প্রথম ওভারেই ফেরেন রানের খাতা না খুলে। রুবাইয়া হায়দার ঝিলিক কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট হয়নি। ৩৯ বলে ২৭ রান করে আউট হন এই ওপেনার। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার শারমীন সুলতানা। এর বাইরে আফিয়া আসিমা ইরা ১৮ ও স্বর্ণা আক্তার খেলেন ১৯ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ইমার্জিং দল ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান।
প্রোটিয়া বোলারদের মধ্যে আলেকজান্দ্রা ক্লেয়ার সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। দেলমি ট্রাকার দুটি এবং কমোতসো রাপু নেন একটি উইকেট।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আলেকজান্দ্রা ও ফায়ে টুনিক্লিফ ৬২ রানের জুটি গড়েন। ৩৩ বলে ৩৫ রান করে ফায়ে আউট হলে দ্বিতীয় উইকেটে আলেকজান্দ্রা ও সিমোনে লরেন্স মিলে গড়েন আরও ২৬ রানের জুটি। ৩৯ বলে ৩০ রান করে আলেকজান্দ্রা আউট হলেও সিমোনে থাকেন অপরাজিত। তার ৩২ বলে ৪০ রানের ইনিংস দলকে ৮ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৮ উইকেটের এই জয়ে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো প্রোটিয়া মেয়েরা।