৪২ বছর বয়সে বুফনের নতুন চুক্তি

বুফনতুরিন ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যাওয়ার সময়ই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। ৩৯ পেরিয়ে যাওয়া একজন খেলোয়াড়ের ক্ষেত্রে সেটা ভাবাই স্বাভাবিক। তবে জিয়ানলুইজি বুফন পিএসজি অধ্যায় শেষ করে জুভেন্টাসে আবার শুধু ফিরলেনই না, গোলবারের নিচেও দাঁড়ালেন। বয়স এখন তার ৪২। তবু তার মাঝে নিজেকে প্রমাণের ক্ষুধা। তাই এই বয়সে এসেও জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ালেন কিংবদন্তি গোলকিপার।

আজ (মঙ্গলবার) বুফনের সঙ্গে চুক্তি নবায়নের খবর জানিয়েছে জুভেন্টাস। একই সঙ্গে আরেক অভিজ্ঞ ‍ডিফেন্ডার ও অধিনায়ক জর্জিও কিয়েল্লিনির সঙ্গেও এক বছরের চুক্তি বাড়িয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২০২১ সালের জুন পর্যন্ত তাদের চুক্তি। সে সময় বুফনের বয়স হবে ৪৩, কিয়েল্লিনি থাকবেন তার ৩৭তম জন্মদিনের খুব কাছাকাছি।

এত বয়সী খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করার পেছনে জুভেন্টাসের ইঙ্গিত, বুফন-কিয়েল্লিনির ক্লাবের প্রতি আন্তরিকতা ও খেলার মান। এক বিবৃতিতে ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘এই খেলোয়াড়দের পরিচয় করানোর কোনও দরকার নেই। জিয়ানলুইজি বুফন। জর্জিও কিয়েল্লিনি। অধিনায়ক, কিংবদন্তি। আজ তাদের চুক্তি নবায়ন করা হয়েছে, থাকছেন আরও এক বছর।’

জুভেন্টাসের ইতিহাসের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় হলেও চলতি মৌসুমে বুফন ও কিয়েল্লিনির অবদান খুব বেশি নেই। কিংবদন্তি গোলকিপার লিগে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। তার সবশেষ ম্যাচ গত বছরের ডিসেম্বরে। দুই দফা মিলিয়ে তিনি জুভেন্টাসের জার্সিতে খেলেছেন ৬৯৬ ম্যাচ। ২০০১ সালে পারমা থেকে তুরিনের ক্লাব যোগ দিয়ে প্রথম দফায় ছিলেন ২০১৮ সাল পর্যন্ত।

আর চোট কিয়েল্লিনিতে মাঠে নামতে দেয়নি ২০১৯-২০ মৌসুমে। সিরি ‘আ’ মৌসুমের প্রথম ম্যাচে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হয়েছিল তাকে মাঠের বাইরে। করোনাভাইরাস পরবর্তী খেলা শুরুর পর এখনও মাঠে নামা হয়নি তার। ২০০৫ সালে রোমা থেকে জুভেন্টাসে নাম লেখানোর পর এই ডিফেন্ডার খেলেছেন ৫০০’র ওপরে ম্যাচ, করেছেন ৩৬ গোল।