জেমি ডের ‘পছন্দের তালিকায়’ ফিনল্যান্ড প্রবাসী তারিক

ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হানবেশ কয়েকজন প্রবাসী ফুটবলার আগ্রহ দেখিয়েছেন দেশের হয়ে খেলার। সংখ্যাটা ৮ থেকে ১০ জন। সেই তালিকা এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাতে। সামনেই বিশ্বকাপ বাছাই, যদিও এখনই লাল-সবুজ জার্সি গায়ে তাদের খেলার সুযোগ খুব একটা নেই। তবে প্রবাসী ফুটবলারদের মধ্যে একজন এই দৌড়ে এগিয়ে আছেন। তিনি হলেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান।

এবারের মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন তিনি। যদিও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি, এরপরও তাকে মনে ধরেছে জাতীয় দলের কোচ জেমি ডের। আসছে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে সুযোগ পেতে পারেন তারিক।

ডে স্পষ্ট করে কিছু বলেননি। তবে তারিকের কথা আলাদাভাবে বলেছেন বাংলাদেশের প্রধান কোচ। প্রবাসী খেলোয়াড়দের ব্যাপারে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রবাসী ফুটবলারদের জাতীয় দলের জার্সিতে খেলানো কঠিন। কেননা আমরা তাদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। তাদের খেলা না দেখে তো আর দলে নেওয়া যায় না।’

তারিকের প্রসঙ্গে ডের বক্তব্য, ‘তারিকের বাংলাদেশি পাসপোর্ট আছে। সে দেশের ক্লাবে খেলছে। তাকে তো আসলে এখন সেভাবে প্রবাসী ফুটবলার বলা যাবে না! সামনের দিকে তার জাতীয় দলে অন্তর্ভুক্তির সুযোগ আছে। এমনিতে তারিকের খেলা দেখেছি। আমার কাছে ভালো লেগেছে। তবে জাতীয় দলে জায়গা করে নিতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে।’

তারিক এগিয়ে থাকলেও অন্য প্রবাসীদের আরও অপেক্ষায় থাকতে হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তার বক্তব্য, ‘আমাদের হাতে বেশ কয়েকজন খেলোয়াড়ের তালিকা আছে। তারা জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এর জন্য কিছু নিয়ম-কানুন আছে। কোচ তাদের পরখ করবেন। তারা যেখানে খেলে থাকেন সেখানে গিয়ে দেখবেন। তারপর প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। সুতরাং এই প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ বিষয়।’