বাদল রায় করোনায় আক্রান্ত

সাবেক ফুটবলার বাদল রায়জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন। আপাতত চিকিৎসকদের পরামর্শে বাসায় আছেন তিনি।

বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও এখন ভালো আছে। আপাতত তেমন কোনও উপসর্গ নেই। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বাসায় বিশ্রামে আছে। সবাই ওর জন্য দোয়া করবেন।’

এর আগে ২০১৭ সালে মস্তিস্কে রক্ষণজনিত কারণে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল বাদল রায়কে।

সাবেক এই ফুটবলার বাফুফের সহ-সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খেলেছেন। মোহামেডানের জার্সিতে লম্বা সময় মাঠ মাতিয়েছেন সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার। ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।

এর আগে বাফুফের দুই সদস্য শওকত আলী জাহাঙ্গীর ও ফজলুর রহমান বাবুল আক্রান্ত হয়েছিলেন করোনায়।