মাদ্রিদে এসেই অনুশীলনে নেমে পড়লেন সুয়ারেজ

আতলেতিকোর অনুশীলনে সুয়ারেজবার্সেলোনা থেকে বিদায়টা সুখকর হয়নি লুইস সুয়ারেজের। অনেকটা ক্ষুব্ধ মনেই পাড়ি জমাতে হয়েছে আতলেতিকো মাদ্রিদে। আর সেই ক্ষোভ সম্ভবত আরও ভালো করার তাড়না জোগাচ্ছে তাকে। যে ক্লাব তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারাই তো আতলেতিকোর শিরোপা মিশনে অন্যতম বড় বাধা। তাই মাদ্রিদে আনুষ্ঠানিক পরিচয়পর্ব শেষ করেই উরুগুইয়ান স্ট্রাইকার নেমে পড়লেন দলের অনুশীলনে।

করোনার কারণে বড় আয়োজন করে সুয়ারেজকে বরণ করতে পারেনি আতলেতিকো। তবে ক্লাব কর্মকর্তা ও নতুন সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার। তার সঙ্গে দেখা করতে অনুশীলনের আগেই চলে এসেছিলেন কোচ ডিয়েগো সিমিওনি। এরপর নেমে পড়েন নতুন ক্লাবের অনুশীলন মাঠে।

ক্লাবে নতুন সদস্য এলে খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে কিংবা পিঠ চাপড়ে স্বাগত জানান। এই রীতিতে সুয়ারেজকেও বরণ করে নিলেন ডিয়েগো কোস্তারা। নতুন মৌসুমে তাদের কাঁধে কাঁধ মিলিয়েই এবার লা লিগার অভিযানে নামবেন তিনি।

বার্সেলোনার সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছেন সুয়ারেজ। কাতালান ক্লাবটি তাকে ছুঁয়েই ফেলেছে একরকম। নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেওয়ার পর উরুগুইয়ান স্ট্রাইকারকে বাতিলের খাতায় ফেলে দেন। এরপর অনেক আলোচনা-গুঞ্জন শেষে ৬ মিলিয়ন ইউরোতে আতলেতিকোয় নাম লিখিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা।

গত মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করা সুয়ারেজ নতুন ক্লাবে এসেছেন অনেক প্রত্যাশা নিয়ে। আর সেই প্রত্যাশা পূরণে নিজের সবটা দিতে প্রস্তুত তিনি, ‘স্পেনে অনুপ্রেরণার অন্যতম জায়গা এই আতলেতি। এখানে আছে দারুণ সব খেলোয়াড়, প্রতিদ্বন্দ্বিতা করার প্রচণ্ড ইচ্ছা, যা দিয়ে তারা শীর্ষ পর্যায়ে এবং লিগে লড়াই করে। সমর্থক ও কোচ (ডিয়েগো সিমিওনি) অনেক অনুপ্রেরণা জোগান।’