‘নেগেটিভ’ মামুনুল-জীবন নেপাল ম্যাচের প্রস্তুতিতে

জাতীয় দলের মিডফিল্ডার মামুনুল ইসলামকরোনা ‘নেগেটিভ’ সনদ নিয়ে জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিলেন আরও চার ফুটবলার- মিডফিল্ডার মামুনুল ইসলাম এবং তিন ফরোয়ার্ড নাবীব নেওয়া জীবন, রাকিব হোসেন ও আরিফুর রহমান। আজই (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের ফিটনেস পরীক্ষা হয়েছে। লক্ষ্য, নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ।

যদিও এ দিন জাতীয় দলের নির্ধারিত কোনও অনুশীলন ছিল না। নতুন আসা চারজনকে নিয়ে সকালে সময় কাটিয়েছেন কোচিং স্টাফরা।

হাতে সময় কম। নেপালের বিপক্ষে আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি ম্যাচ হবে। তার আগে ফিটনেস ফিরে পাওয়ার মিশনে অনুশীলনে বেশি জোর দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাই কিছুটা ধীর গতিতে এগোতে চাইছে সবাই।

টিম সূত্রে জানা গেছে, একেক জনের ফিটনেস একেক রকমের। তাই ফিটনেস ফিরে পাওয়ার জন্য বেশি জোর দিতে গেলে মাসলের ওপর চাপ পরতে পারে। এতে ইনজুরির শঙ্কা থাকবে। নেপাল ম্যাচের আগে যতদূর সম্ভব ফিটনেস ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই চলছে অনুশীলন।

আগামীকাল (মঙ্গলবার) বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে।