কাতারে প্রস্তুতি ম্যাচেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের আগে জিম সেশনে বাংলাদেশের ফুটবলাররাবিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দোহাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি ডের দল। প্রথমটি আগামীকাল (বুধবার) আল আজিজিয়া বুটিক মাঠে, প্রতিপক্ষ কাতার আর্মি দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে বাংলাদেশ। দলের গোলকিপিং কোচ লেস ক্লিভেলি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যেহেতু এটি প্রীতি ম্যাচ, সেহেতু গোলকিপারের জন্য সুযোগ কাতার ম্যাচের আগে সবকিছু গুছিয়ে নেওয়া। আজকের (মঙ্গলবার) অনুশীলন মূলত একটা শেপে আসার, আরও সংগঠিত হওয়ার।

ফিটনেস ও অনুশীলনের কঠোর পরিশ্রমে জোর দিচ্ছেন ক্লিভেলি, ‘আমরা এখনও পুরো ফিটনেস ফিরে পাওয়া এবং কঠোর পরিশ্রমের ওপর জোর দিচ্ছি। ফল নিয়ে আমার কোনও প্রত্যাশা নেই। কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করবে সবকিছু। যদি আমরা কঠোর পরিশ্রম করতে পারি, বলের দখল রাখতে পারি, তাহলে আমরা ম্যাচটা জিতবো।’

ডিফেন্ডার রহমত মিয়া প্রস্তুতি ম্যাচকেও বেশ গুরুত্ব দিচ্ছেন, ‘আজ অনুশীলনে সেটপিস ও ম্যাচ পরিস্থিতি নিয়ে কাজ হয়েছে। এছাড়া জিম সেশন হয়েছে। আশা করছি, প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারবো।’